রাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। মঙ্গলবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কি করে?’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানান, সড়ক দুর্ঘনায় নিহতের স্মরণে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কালো ব্যাচ ধারণ ও নিরাপদ সড়কের দাবিতে ৭টায় প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রতিবাদি সাংস্কৃতিক সমাবেশ করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মৌন অবস্থান ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থী জান্নাতুল নাঈমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মেসবাহুল ইসলাম।

সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০১৮, ১৮:৪৫
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন