ঢাকায় সাংবাদিকের ওপর হামলায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীতে সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের হামলায় অন্তত ৩০ জন সংবাদকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সোমবার বিকেলে সংগঠনের সভাপতি শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয় এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এর আগেও সাংবাদিকদের ওপর ক্ষমতাসীনরা হামলা করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তার বিচার দাবি করেছি। কিন্তু বিচার পাইনি। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব হামলা হচ্ছে। সরকারের উচিত বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে হামলাকারীদের আইনের আওতায় আনা। অবিলম্বে হামলাকারীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সর্বশেষ আপডেট: ৭ আগস্ট ২০১৮, ০৯:৫৮
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন