নিপীড়নের বিরুদ্ধে রাবি, রুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের পৃথক মৌন মিছিল ও মানববন্ধন

ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক মৌন মিছিল ও মানববন্ধন করেছেন। রোববার দুপুরে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্র্থীবৃন্দ’ এবং ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন ও মৌন মিছিল আয়োজিত হয়।

রাবি শিক্ষার্থীদের মানববন্ধন থেকে আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি ‘নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ঈসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কোন কূটচালের আন্দোলন না। সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এই দাবির সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হাজার হাজার মানুষের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সড়ক পথে চলাচল করেন। অন্যান্য পথে চলাচল করেন সে সমস্ত মানুষের, কোটি কোটি মানুষের প্রাণের কথা হচ্ছে যে, সড়ককে নিরাপদ করতে হবে। একই সঙ্গে আমাদের শিক্ষার্থীরা দাবি তুলেছেন, এই রাষ্ট্রকে নিরাপদ করতে হবে। আমাদের সমাজকে নিরাপদ করতে হবে।’

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ-আল মামুন, কাজী মামুন হায়দার, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের কাজী সুস্মিন আফসানা।

এর আগে বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্র্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আন্দোনকারীদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান এবং আগামীকাল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিঠুন চন্দ্র মহন্ত, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাঈম, ভাষা বিভাগের শিক্ষার্থী এএম শাকিল হোসেন, ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও বাংলা বিভাগের শিক্ষার্থী অর্বাক আদিত্য প্রমুখ।

এদিকে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বেলা ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শেষে রুয়েটের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে রুয়েট শিক্ষার্থীরা বলেন, ছোট ভাইদের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে তাদের উপর পুলিশের লাঠিচার্জ ও মারধরের ঘটনা ঘটেছে। এটা আমরা মেনে নিতে পারি না। দেশের অবস্থা যদি এই হয় তাহলে আমাদের অবস্থান কোথায়? এ ঘটনার বিচারসহ নিরাপদ দেশ ও সড়কের দাবিতে আমরা মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট: ৬ আগস্ট ২০১৮, ১২:৩৭
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন