আনন্দ সাজু’র প্রতিবাদী অণু কবিতা

কয়েকটি প্রতিবাদী অণু কবিতা || আনন্দ সাজু
.
আর সহ্য হয়না
নিরব হয়ে থাকতে
আমাকে হত্যা করো
নয়তো দেশকে শুদ্ধ করো।
.
বেকার ও ছাত্রের বুকেই
বিপ্লবী ভাব জেগে ওঠে
পরিবর্তনের জন্য এসো বেকার,
এসো ছাত্র আন্দোলনে যাবো।
.
তরুণ বয়সে সবার সামনে
আকাশের পানে মুখ করে
সাদ ধুয়া ছাড়ার অনুভূতি আলাদা

বিড়ি টানতে-টানতে স্বাধীনতার স্বাদ নিই।

.
নেতা জানে কবিরা
কবি হওয়ার দৌড়ে।
নেতা আখের গছাতে
ব্যাস্ত হয়ে পড়ে,
কবি নেতার সাথে সেলফি তুলে
আপলোড দেয় ফেসবুকে।

সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০১৮, ২০:২৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন