বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশনের যাত্রা শুরু

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের সাংবাদিকদের নিয়ে প্রথমবারের মতো গঠিত হয়েছে ‘বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশন’। সারাদেশের ক্যাম্পাসগুলোতে কর্মরত সকল সাংবাদিকদের একটি প্লাটফর্মে আনার জন্য এ সংগঠনের যাত্রা শুরু।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নকে সদস্যসচিব করে ফেডারেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত  রোববার রাতে ‘জাতীয় ক্যাম্পাস জার্নালিস্ট ফেস্ট ২০১৮’ এর সদস্য সচিব ফয়জুল্লাহ ওয়াসিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২৭ ও ২৮ জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। ফেস্ট শেষে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও দু’টি কলেজের সাংবাদিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কমিটির সদস্য হিসেবে থাকবেন।

এটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিবেদক/প্রতিনিধি/সংবাদদাতা/বার্তা পরিবেশকদের স্বার্থ রক্ষায় এ সংগঠন কাজ করবে।

সম্মেলনে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও এমসি কলেজ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০১৮, ২০:২৫
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন