স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাজেট সাংবাদিকতা কর্মশালা

বাজেট বিষয়ক সাংবাদিকতা নিয়ে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো কর্মশালা। মঙ্গলবার সকালে, এই কর্মশালায় সংবাদপত্র ও টেলিভিশন সংবাদে বাজেট বিষয়ক সাংবাদিকতার প্রস্তুতি ও উপস্থাপন নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার (বিজনেস) ও উপস্থাপক ইকবাল আহসান। বর্তমান অর্থবছরের বাজেট উল্লেখযোগ্য তথ্যসমূহ গ্রাফিকালি তুলে ধরেন তিনি। বাজেটকে সহজে বোঝা, এ বিষয়ে প্রতিবেদন তৈরীর প্রক্রিয়া নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন এই সাংবাদিক। এসময় বাজেট প্রতিবেদন তৈরীতে ব্যবহৃত বিভিন্ন অর্থনৈতিক ব্যবসায়িক পরিভাষা নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হয়।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ। অনুষ্ঠানে স্টামফোর্ড সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেনসহ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮, ০০:২৪
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন