স্টামফোর্ডে হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

স্টামফোর্ডে হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী।
স্টামফোর্ডে হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী।

গতকাল ১৭জুলাই স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটরিয়ামে খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৬ষ্ঠ প্রয়ান দিবসকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনের আয়োজন করে স্টামফোর্ড সাহিত্য ফোরাম।

ফোরামের কনভেনর মোকাররম হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ। আলবেয়ার ক্যামুর আউটসাইডারের সাথে তিনি হুমায়ূন আহমেদ সৃষ্ট কালজয়ী চরিত্র হিমুর তুলনামূলক ব্যাখ্যা প্রদান করেন। একজন প্রকৃত লেখককে কী পরিমান পরিশ্রমী এবং একনিষ্ঠ হতে হয় তার উদাহরণ দিতে গিয়ে তিনি হুমায়ূন আহমেদ-র কথা স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে মানবিক মানুষ হতে বিশেষভাবে অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথির বক্তব্যে সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী হুমায়ুন আহমেদ যে অল্প সংখ্যক গান রচনা করেছেন সেগুলোর আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ুন গবেষক মুম রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম শিশুদের জন্য মৌলিক রূপকথা ও সায়েন্স ফিকশন রচনা করেন। মুক্তিযুদ্ধ, অটিজম, দর্শন, পতিতাবৃত্তি; এরকম অসংখ্য বিষয় উঠে এসেছে হুমায়ূন আহমেদ-র উপন্যাসে । জনপ্রিয় লেখক হিসেবে এক ধরনের উপেক্ষার মনোভাব না রেখে বরঞ্চ বেশি বেশি আলোচনা হলেই উঠে আসবে কেন তিনি সব ধরনের পাঠকের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছিলেন।

আহমেদ-এর সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, রূপা, মুনা ও বাকের ভাইকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে উপস্থাপন করেন ফোরামের সদস্যরা এবং ‘বাদশাহ নামদার’ শীর্ষক কবিতা পাঠ করেন অমিক শিকদার।
বিশ্ববিদ্যাল ক্লাবগুলোর স্টিয়ারিং কমিটির প্রধান ও ট্রাস্টি সদস্য ড. ফারহানাজ ফিরোজ সাহিত্যের মাধ্যমে স্টামফোর্ড শিক্ষার্থীরা যেন আলোকিত জীবনের দিকে আকৃষ্ট হয় সেদিকে আলোকপাত করেন। “স্মরণে-বিস্মরণে হুমায়ূন আহমেদ” শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদর্শিত হয় তাঁর নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। প্রদর্শনীশেষে ছবিটি বিষয়ে আলোচনা ও দর্শকদের সাথে মত বিনিময় করেন ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষক কবি সাকিরা পারভীন। খ্যাতিমান আবৃত্তিকার ও ফোরামের উপদেষ্টা ড. ভাস্বর বন্দোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টামফোর্ড সাহিত্য ফোরামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক রেহানা আক্তার, ডেপুটি এক্সাম কন্ট্রোলার সিরাজ আহমেদ, ফোরামের সভাপতি পুলক বিহারী দত্ত সহ আরো অনেকে হুমায়ূন আহমেদ -র জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বীন মোহাম্মাদ দুখু এবং ফারজানা আক্তার।

সর্বশেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮, ০০:১৮
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন