বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের পাশে থাকছে সিলসা

তৌসিফ আলম:
সিলসা শব্দটি মূলত সেকেন্ডারি এবং ইন্টারমেডিয়েট লেভেল স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সংক্ষিপ্ত রুপ।
সিলসা-বাংলাদেশের একমাত্র অবাণিজ্যিক এবং শিক্ষাকেন্দিক প্রতিষ্টান। যার প্রধান শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
বর্তমানে সিলসার কার্যক্রম ঢাবি, জবি, রাবি, চবি এবং সাস্টে শুরু হয়েছে।
প্রতি বছর মতো এইবার ও ১৪ সেপ্টেম্বর, ২০১৮,তারিখ, ভর্তিযোদ্ধাদের জন্য রৌদ্রোজ্জ্বল দীপ্ত আলোয় প্রস্ফুটিত একটি দিন। স্বপ্নচারী ভর্তিচ্ছুদের আনাগোনায় ক্যাম্পাস হবে মুখরিত। কে পাবে চান্স- সেটা হয়ত সময়ই বলে দিবে। তার আগে পরীক্ষার সীট খুঁজে পাওয়াটাই যেন ছিল কিছু সময়ের জন্য মূখ্য ব্যাপার।
এবারও ভর্তিচ্ছুদের পাশে দাঁড়াবে সিলসা. প্রায় ৫০ জনের বেশি ভলান্টিয়ার নিয়ে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন বিশেষ পয়েন্টে বুথ বসিয়ে সীট খুঁজে পেতে সাহায্য করবে তারা,ফলে অনেক শিক্ষার্থীই দ্রুত সীট পেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরবে।
সিলসা এর প্রেসিডেন্ট জনাব রিফাত হাসান চৌধুরী জানান, ‘আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। পরবর্তী সকল ইউনিট পরীক্ষার দিনেও আমরা ক্যাম্পাসে বুথ ও ভলান্টিয়ার নিয়োগ করব। যাতে করে সীট খুঁজে না পাওয়ার দরুণ আর কোনো শিক্ষার্থীর স্বপ্ন ঝড়ে না পড়ে।
এর আগের বছরে ও সকল ইউনিটের ভর্তিচ্ছুদের সীট খুঁজে পেতে সাহায্য করেছিল সিলসা, যা বিভিন্ন মহলে ভূয়সী প্রশংসিত হয়েছে।
সিলসা এর প্রেসিডেন্ট জনাব রিফাত হাসান চৌধুরী আরও জানান,সিলসা,এটি একটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশ্‌ন,যেখানে প্রায় ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর বিভিন্ন প্রতিনিধিরা সিলসা এর মেম্বারশীপ গ্রহণ করার আবেদন করেছে।
তাদের মধ্যে থেকে, ইতিমধ্যেই ৫ টি ইউনিভার্সিটি কে সিলসা এর লোগো + এফ্লিকেট মেম্বারশীপ গ্রহণ করার সুযোগ দিয়েছে।সর্বপ্রথম এ কাজের সুচনা করে সিলসা পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি’ এর মাধ্যমে।
বর্তমানে ‘ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি’ এর মেম্বার প্রায় ৪ লক্ষ্য অধিক।

সর্বশেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮, ১০:৫৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন