নারী-শিশু নির্যাতন বন্ধের দাবি

সারা দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ, কোটা সংস্কার আন্দোলনে বর্বর হামলা ও ছাত্রী নিপীড়নের বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন নাহার জোৎস্না, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ, নারী নেত্রী জেসমিন আক্তার, রুখসানা আফরোজ আশা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ৪২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে, পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২০৮ জন, নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১৪৪ জনকে। এই ছয় মাসে নির্যাতনের শিকার হয়েছে ৮৫৬ জন শিশু, নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১৪৮ জন শিশুকে। নারী-শিশু নির্যাতন এত ভয়াবহ মাত্রায় আসার একটি অন্যতম কারণ বিচার না হওয়া। নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। মামলা যা হয় তার মধ্যে ৯৭ শতাংশ মামলায় কোনো সাজা হয় না। এজন্য নারী শিশু নির্যাতক, ধর্ষক, হত্যাকারীর শাস্তি নিশ্চিত করা জরুরি।

তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সেই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালিয়ে ছাত্রীদের নিপীড়ন করা হয়েছে। রাজশাহীর এক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে। কার্যত আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনকারীরা মার খাচ্ছে, তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। অপরদিকে, সন্ত্রাসীরা বহাল তবিয়তে আছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

সর্বশেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮, ০১:৫০
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন