দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার দ্বিতীয় দিনে মাত্র ২০ ওভারেই বাকি ৬টি উইকেট হারায় তারা। দলীয় সংগ্রহে যোগ করতে পারে ৫৯ রান। তাতে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৩৫৪ রান।
ওয়েস্ট ইন্ডিজকে বল হাতে গুড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন ৫ উইকেট। বল হাতে ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী। অপর দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট প্রথম দিন সেঞ্চুরি করেন (১১০)। ৮৪ রান নিয়ে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন হেটমায়ার। তিনি অবশ্য আজ আর ২ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন। ব্যক্তিগত ৮৬ রানে তাকে ফেরান আবু জায়েদ রাহী। এ ছাড়া অধিনায়ক জ্যাসন হোল্ডার অপরাজিত ৩৩ রান করেন। ২৯ করে রান করেছেন কিরেন পাওয়েল ও শাই হোপ। ২০ রান করেছেন চেস।
প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৯ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে।
পাঠকের মন্তব্য