পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরে ডুবে জমজ দুই ভাই আহাদ ও সামাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। মৃত দুই শিশু উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। তাদের বয়স আড়াই বছর।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। দুপুর ২টার দিকে পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে স্বজনরা। জমজ দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মন্তব্য