ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ সম্পর্কে সাংবাদিকদের সাথে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে ১৪ জুলাই সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৩৮০টি টিকাদান কেন্দ্র এবং অতিরিক্ত ০৫টি টিকাদান কেন্দ্রে মাধ্যমে মোট ২ লক্ষ ০৪ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১২ জুলাই ) সকাল ১১টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় জানানো হয়, জেলায় ২ লক্ষ ০৪ হাজার ৭১০ জনের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৪৯৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ২১৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার মিলে মোট জেলায় ২ হাজার ৭৭০ জন কর্মী এ ক্যাম্পেইন সফল করতে কাজ করবেন। সদর হাসপাতালের শিশু বিষেজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ এর সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মূল তথ্য উপস্থাপন করেন। সে সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন , ডাঃ খায়রুল কবির , প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী সহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সিভিল সার্জেন ডাঃ মোঃ ডাঃ খায়রুল কবির ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্রিয়া ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা করেন। উল্লেখ্য জেলায় সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর, পৌরসভা সহ সর্বমোট ৫৬টি ইউনিয়ন/পৌরসভা।

সর্বশেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮, ০০:৪৯
মো: বিপ্লব
ঠাকুরগাঁও প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন