বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায়বেলায় সতীর্থ ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বলেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো এই কয়েকটি বছর তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।
মঙ্গলবার ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। চার বছর তুরিনের ক্লাবটিতে খেলবেন ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড।
বিদায়বেলায় সমর্থকদের উদ্দেশে লম্বা এক চিঠি লিখেছেন রোনালদো। সেখানে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে এবং মাদ্রিদ শহরে কাটানো এই কয়েকটি বছর সম্ভবত আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল। এই শহর ও ক্লাবের জন্য অনেক কৃতজ্ঞতা অনুভব করছি। তাদের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি।’জুভেন্টাসে যাওয়াটাকে রোনালদো বলছেন জীবনের নতুন অধ্যায় শুরু, ‘আমার বিশ্বাস ক্যারিয়ারের এই মুহূর্তে নতুন এক পর্যায়ে পদার্পণ করার সময় এসেছে। এ কারণেই আমি ক্লাবকে আমাকে ছেড়ে দিতে বলেছিলাম। আমি মনে করি, সবাই, বিশেষ করে আমার ভক্তরা আমাকে বুঝতে পারবে।’
রিয়ালে কাটানো সময়টা আজীবন ভুলতে পারবেন না বলেই জানিয়েছেন রোনালদো, ‘নয়টা বছর খুবই চমৎকার কেটেছে। অসাধারণ কেটেছে নয়টা বছর। আমার জন্য সময়টা রোমাঞ্চকর ছিল। পাশাপাশি কঠিনও ছিল। কারণ, রিয়াল মাদ্রিদ অন্য উচ্চতার একটি ক্লাব। তবে আমি খুব ভালো করেই জানি, আমি এখানে দারুণভাবে ফুটবল উপভোগ করেছি। সেটা কখনোই ভুলব না।’
রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। এরপর হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন দুটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৫টি শিরোপা। ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, এর চারটিই রিয়ালে থাকাকালীন সময়ে।
পাঠকের মন্তব্য