‘বেজে উঠলো কি সময়ের ঘড়ি এসো তবে বিদ্রোহ করি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ৩য় সম্মেলন । ১৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ রাজনৈতিবিদ হায়দার আকবর খান রনো। উদ্বোধন ঘোষণা শেষে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি ধানমন্ডি ৩২ প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আরেফিন মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর সজীবের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জি.এম জিলনী শুভ, সাবেক ছাত্রনেতা আনোয়ার সজ্জন, অভিনু কিবরিয়া ইসলাম, সম্মেলন উদযাপন কমিটির চেয়ারম্যান জোতির্ময় চক্রবর্তী, আহবায়ক কফিল উদ্দিন শান্ত প্রমুখ।
সম্মেলনের বক্তব্যে হায়দার আকবর খান রনো বলেন, ঝড়ের পাখিকে যেমন উড়তে শেখাতে হয়না, তেমন ছাত্র ইউনিয়নকেও সংগ্রাম শেখাতে হয়না। ছাত্র ইউনিয়নের গৌরবজ্জল ইতিহাস ধারন করে আপনারা বর্তমান বৈষম্যময় শিক্ষার বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলুন। এ সময় তিনি ৬২ সালের শিক্ষা আন্দোলনের স্মৃতিচারন করেন।
বক্তব্যে জিএম জিলানী শুভ বলেন, জঙ্গিবাদি ও মৌলবাদি কার্যক্রমের বড় একটি অংশ বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক পরিচালিত হচ্ছে। সুষ্ঠ রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার দ্বার উম্মোচন করতে হবে। এর মাধম্যে মৌলবাদের বীজ উৎপাটন সম্ভব হবে। আপনারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা্র্থীদের কাছে ছাত্র ইউনিয়নের সাম্যের বার্তা পৌছে দিবেন।
সম্মেলন শেষে সাংস্কৃতিক ইউনিয়নের পরিচালনায় সহজিয়া, বিস্কুট ব্যান্ড দলের অংশগ্রহনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পাঠকের মন্তব্য