‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপাপ্ত) কর্মকর্তা নাদিয়া আক্তার, সাংবাদিক কাজী নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দেশের শহর থেকে শুরু করে গ্রামঞ্চলে জনসংখ্যা বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে এখনো দেশের অনেক মানুষ রয়েছে যারা জনসংখ্যার বিষয়ে সচেতন নয়। তাদেরকে সচেতন করতে হবে। যখন সবাই জনসংখ্যা সম্পর্কে সচেতন হবে তখন দেশে অর্থনৈতিক মান আরো উন্নয়ন হবে। দেশের আরো উন্নয়ন হবে।
পরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবাদান রাখায় সাত জন স্বাস্থ্য কর্মীকে ক্রেস পদান করা হয়।
পাঠকের মন্তব্য