প্রান্ত রনি: মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত হলো ”১৯তম নেসলে মাইলো কাপ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৮”।
বাংলাদেশ কারাতে দল ১টি সোনা ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে।বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যানারে উক্ত চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহন করে বাংলাদেশ দল।
৩০জুন ও ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে ভ্যাটেনার গ্রুপে স্বর্ণ জয় করেন বাংলাদেশ টিমের অধিনায়ক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান রাশেদ নুর।সিলভার পায় স্বাগতিক মালয়েশিয়া এবং ব্রোঞ্জ পেয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া রাশেদ নুর প্লাস ৮৪ কেজিতে ব্রোঞ্জ পদক পান।
বাংলাদেশের পক্ষে অপর ব্রোঞ্জ পদকটি জয় করেন মাইনাস ৬০ কেজি ওজন শ্রেণীতে মো: রুহুল আমিন। স্বর্ণ পায় মালয়েশিয়া ও সিলভার পেয়েছে ইরান।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সহ মোট ১৩টি দেশ অংশ গ্রহন করে। অংশ নেয়া দেশের মধ্যে স্বাগতিক মালয়েশিয়া হতে ১৫টি দল এবং ভারত থেকে ১৮টি দল অংশ নেয়।
অংশ গ্রহনকারী দলগুলো হলো : বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, ফ্রান্স, ইরান, নেপাল, জাপান, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ ও স্বাগতিক মালয়েশিয়া।
বাংলাদেশ দলের কারাতেকাররা হলেন : রাশেদ নুর, রুহুল আমীন, কামরান শিকদার, কবীর হোসেন ও মকবুল হোসেন।
পাঠকের মন্তব্য