কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানিকগঞ্জে মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানিকগঞ্জে মানববন্ধন।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানিকগঞ্জে মানববন্ধন।

কোটা বাতিল নয়, কোটা সংস্কারই সংকটের সমাধান; আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা, পুলিশী আটক, ভয়ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সংহতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বেলা ১১টায়, মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দুর্জয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মহিদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদস্য বুলবুলি আক্তার, নিগার সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা অবিলম্বে কোটা সংস্কারের বাস্তব ও গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়ন করে এই সংকটের সমাধান করার আহ্বান জানাই। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ পুলিশী আটকের শিকার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে সকল নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই।’

সর্বশেষ আপডেট: ৭ জুলাই ২০১৮, ২৩:২৬
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন