কোটা আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিচার সহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট। শনিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্রজোটের নেতাকর্মীরা।
দাবিগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকে মানবিক বিবেচনায় দেখা, বিশেষজ্ঞদের সমন্বয়ে কোটা সংস্কার বিষয়ক কমিটি গঠন, হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি, গ্রেফতারকৃতদের আইনি অধিকার থেকে বঞ্চিত না করা এবং হামলায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রজোটের সমন্বয়ক সুমন মোড়ল বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র তার তরুন জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নি। কর্মক্ষেত্রে প্রায়ই বরণ করে নিতে হচ্ছে অসম্মানের জীবন। তাই শিক্ষাজীবন শেষে একটি সম্মানজনক পেশায় যুক্ত হয়ে একই সাথে পরিবার এবং রাষ্ট্রের সেবায় নিজেদের নিয়োজিত করার প্রস্তুতি নিতেই শিক্ষার্থীরা তাদের যৌবনের সর্বোৎকৃষ্ট সময়টি ব্যয় করেন। কিন্তু চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি মনির হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান তারেক, ছাত্র ইউনিয়নের সদস্য শাকিলা খাতুন প্রমুখ।
পাঠকের মন্তব্য