অন্তর্জালে প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদারের নতুন গানের ভিডিও। কাহিনী নির্ভর ভিডিওটিতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার নিজেই।ঈদ উল ফিতর উপলক্ষে প্রকাশিত হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘কবিতা পড়া নয়’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে প্রকাশের পরই গানটি শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও ‘কবিতা’।
এতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার নিজেই, তার সঙ্গে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা।
এটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওটির প্রকাশ উপলক্ষে ৩ জুলাই মঙ্গলবার বিকেলে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের স্টুডিওতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, সুরকার মেহেদী, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়াসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা।
পাঠকের মন্তব্য