অপহরণের তিন দিন পর শিশু বস্তাবন্দী লাশ উদ্ধার

সাভারের হেমায়েতপুর থেকে অপহরণের ৩ দিন পর শ্রী জয়ন্ত নামে ৩ বছরের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ ও নাছির নামে দুই যুবকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ জুলাই) দিবাগত মধ্য রাতে সিংগাইর ব্রিজের নিচ থেকে আটক ওই দুই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় শিশু জয়ন্তের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১ জুলাই দুপুরে সাভারের হেমায়েতপুরের কাঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া শুভ ও নাছির ওই বাড়ির অপর ভাড়াটিয়া শ্রী সনুর ৩ বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে।

পরে তারা জয়ন্তের পরিবারের কাছে মোবাইল ফোনে ১লাখ টাকা মুক্তিপন দাবি করে। ছেলের জীবন বাচাতে জয়ন্তের বাবা বিকাশের মাধ্যেমে ৭ হাজার টাকা পরিশোধ করেন। এবং থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকা থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে সিংগাই ব্রিজের নিচে ফেলে দেবার কথা স্বীকার করে।

সর্বশেষ আপডেট: ৫ জুলাই ২০১৮, ১১:১৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন