সিলেটে জোটের প্রার্থী ‘অ্যাপ্রুভ করেছে’ জামায়াত: ফখরুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শরিক জামায়াতে ইসলামী ২০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষ ব্রিফিংয়ে তিনি একথা জানান।বিএনপি মহাসচিব বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থী দেবে এবং জোটগতভাবে প্রার্থীর পক্ষে কাজ করবে।

এসময় সিলেট সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেয়ার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমাদের একক প্রার্থীর জন্য কাজ করার বিষয়টি জামায়াত অ্যাপ্রুভ (অনুমোদন) করেছে।’

জাতিসংঘ মহাসচিবেরর সঙ্গে বিএনপির কোন বৈঠক হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব কর্নসান আছেন, এটা তারা নিজেরাই জানিয়েছেন। এখনো জাতীয় নির্বাচনের পাঁচ মাস সময় বাকি আছে।

প্রসঙ্গত, সিলেট সিটি নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র আরিফুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে সেখানে জামায়াতে ইসলামী দলের সিলেট মহানগরী সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরকে প্রার্থী করে। তবে রাজশাহী ও বরিশালে জামায়াত কোনো প্রার্থী দেয়নি।

সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আজকের বৈঠকে জোটের নেতারা একক প্রার্থীর পক্ষে সম্মলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। তিন সিটিতে ২০ দলীয় জোটের একজন করে প্রার্থী থাকবে। সেই মেয়র প্রার্থী জন্য সবাই একযোগে কাজ করবে।

জামায়াত যদি প্রার্থিতা প্রত্যহার না করে সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী কি নির্বাচনে লড়বেন- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি তিন সিটিতে ২০ দল একক প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে আলাদা কোনো প্রার্থী থাকবে না।

তিনি আরও বলেন, এটা নিয়ে জামায়তের সঙ্গে কোনো টানাপোড়েন কাজ করবে না। জামায়াত ২০ দলের একক প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে আজকের বৈঠকে সম্মত হয়েছে।

জোটের সমন্বয়ক বলেন, আজকের বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ অবস্থানের সাথে একমত হয়েছেন জোটের নেতারা। এছাড়াও তার জামিন নিয়ে সরকার যে ছলচাতুরী করছে তার প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের তামাশা ও আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেফতার ও গুম করার প্রতিবাদ জানিয়েছে বৈঠকে উপস্থিত জোটের নেতারা। গ্রেফতারকৃতদের মুক্তি ও তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান করছি আমরা। একইসঙ্গে আমরা জোটের পক্ষ থেকে প্রেসক্লাবে এমপিওভুক্তির দাবীতে আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানাই।

সর্বশেষ আপডেট: ৪ জুলাই ২০১৮, ১৮:৫৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন