কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক বিধবাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কবির হোসেন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৯ নভেম্বর দাউদকান্দি উপজেলায় বিধবা নারী ও দুই সন্তানের জননীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে একই গ্রামের কবির হোসেন। এ সময় কবির হোসেন ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এর পরেও ওই নারী ব্যাপারটি কবির হোসেনের অবিভাবকদের জানালেও তারা ব্যবস্থা গ্রহণ না করায় তিনি মামলা দায়ের করেন।
ধর্ষণের ফলে ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে।
পুলিশ তদন্ত করে কবির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য