পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছিলেন টলিপাড়ার টেকনিশিয়ানরা। সোমবার থেকে কার্যকর হওয়া এ ধর্মঘটে অধিকাংশ বাংলা টিভি সিরিয়ালের শুটিং বন্ধ ছিলো। ফলে অনিশ্চয়তা নেমে এসেছিলো প্রচার চলতি সিরিয়ালগুলোর ভাগ্যে।
তবে প্রডিউসার ও টেকনিশিয়ানদের মধ্যকার বৈঠকে মিমাংসার রাস্তা খুলেছে। মঙ্গলবার গভীর রাতে এ বৈঠক হয়- বলে খবর।
টেকনিশিয়ানদের দাবি বিবেচনায় আনার আশ্বাস দিয়েছেন প্রযোজকরা। ফলে ধর্মঘট উঠছে। টেকনিশিয়ানরা কাজে নামবেন।
বুধবার থেকেই বন্ধ থাকা বাংলা টিভি সিরিয়ালগুলোর শুটিং আবার শুরু হচ্ছে।
কেন এই ধর্মঘট?
দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির দাবি করে আসছিলেন টেকনিশিয়ানরা। কর্মঘণ্টা নির্দিষ্ট করাও ছিলো তাদের দাবির মধ্যে একটি।
সিরিয়ালগুলোর শুটিং চলে গভীর রাত পর্যন্ত। ভোর থেকে আবার কল টাইম।
গভীর রাতে শুটিং শেষ হওয়ার পর বাড়ি পৌঁছুনো নিয়ে ভীষণ উদ্বেগে পড়তে হয় টেকনিশিয়ানদের। কারন প্রযোজকের পক্ষ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবহন ব্যবস্থা থাকে না।
এতো পরিশ্রমের পরও টেকনিশিয়ানরা যে পারিশ্রমিক পান, সেটি মোটেই সন্তোষজনক নয়।
এ বিষয়ে একাধিকবার প্রডিউসার গিল্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করেও লাভ হয়নি- জানাচ্ছেন আন্দোলনে যাওয়া টেকনিশিয়ানরা।
অবশেষে তারা শুটিং বয়কট করতে বাধ্য হয়েছেন।
বাংলা সিরিয়ালের কী হবে?
ধর্মঘটেও চলেছে কিছু শুটিং
ইন্দ্রপুরী স্টুডিওতে সোম ও মঙ্গলবার প্রায় সমস্ত শুটিং বন্ধ ছিলো। জি বাংলার ‘জয় বাবা লোকনাথ’-এর শুটিং চলেছে টুকটাক।
অরিন্দম শীলের পরিচালনায় ‘ভূমিকন্যা’র শুটিংও চলেছে পুরোদস্তুর।
অন্যদিকে কালার্স বাংলার কোনো সিরিয়ালেরই শুটিং হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কে হবে বাংলার কোটিপতি’র শুটিং মঙ্গলবার শুরু হওয়ার কথা থাকলেও ধর্মঘটের কারণে পিছিয়ে গেছে।
পাঠকের মন্তব্য