ছাত্র-ছাত্রীদের ওপর হামলার বিষয়ে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়ে কিছু জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।মঙ্গলবার (৩ জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ সেখানে ভেতরে যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ কখনও ঢুকে না, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পায়। ছাত্ররা ছাত্ররা কী করেছে সেটা আমাদের জানা নেই। যদি কোনো ছাত্র ই…হয়েছে, সে যদি বিচার দেয় তাহলে আমরা দেখব।’

আসাদুজ্জামান খান বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন অযৌক্তিক, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অপেক্ষা করতে হবে। আপনারা যে কোটার কথা বলছেন, এটি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। তিনি বলে দিয়েছেন কোনো কোটাই নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারপর আমাদের কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনের জন্য আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ও অন্যান্যরা কাজ করছেন। কোটা কীভাবে হবে তা এই কমিটিই নির্ধারণ করবে। কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই।’

সর্বশেষ আপডেট: ৩ জুলাই ২০১৮, ২২:২২
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন