সমকামী চুমু বিতর্কে ক্ষমা চাইলো ইনস্টাগ্রাম

দুই পুরুষের চুমুর ছবি সরিয়ে দিয়েছে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা অনেকের সঙ্গে যুক্ত হয়েছে দুই ব্রিটিশ সংগীতশিল্পী ওলি আলেকজান্ডার এবং জেইড থার্লওয়াল-এর নামও।ওই ছবির আলোকচিত্রী স্টেলা এশিয়া কনসোনি তার ইনস্টাগ্রাম ফিডে ছবিটি পোস্ট করেছিলেন। পরে তা ফেইসবুক অধিনস্থ প্ল্যাটফর্মটির “সম্প্রদায় নীতিমালা লঙ্ঘন” করার অভিযোগে সরিয়ে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

এদিকে ইনস্টাগ্রামের দাবি তারা ভুলে ছবিটি সরিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “পোস্টটি ভুলে সরিয়ে ফেলায় আমরা দুঃখিত। এটি আবার ফিরিয়ে আনা হয়েছে।”

৩০ জুন এই ছবিটি পোস্ট করেছিলেন লন্ডনবাসী ওই আলোকচিত্রী। পরে তিনি জানান ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। ওই ছবিতে জর্ডান বাওয়েন এবং লুসা লুসিফার নামের দুই পুরুষকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়। ছবিটি ব্রিটিশ দ্বিমাসিক সাময়িকী আই-ডি এর একটি সংখ্যায় ছাপা হয়েছিল।

আধুনিক দম্পতিদের সম্পর্ক তুলে ধরতে চলতি বছরের শেষে একটি প্রদর্শনীতে এই ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে স্টেলা’র।

ওলি, জেইড এবং ফ্যাশন ও এলজিবিটি অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি প্রশ্ন তোলেন ওই ছবি কেন মুছে ফেলা হলো। এ বিষয়ে তারা ইনস্টাগ্রামকে জিজ্ঞাসার পর রোববার ছবিটি আবারও তার ফিডে দেখা যায়।

ছবিটি পোস্ট করার পর থেকেই সমকামবিষয়ে ভীতিকর বার্তা পাচ্ছিলেন বলে জানিয়েছেন স্টেলা। তিনি বলেন, “আমি অনেক ঘৃণামূলক বার্তা পাচ্ছি, এটিকে ন্যাক্কারজনক আর এটি পোস্ট করার কারণে আমার নিজেকে হত্যা করা উচিৎ বলা হচ্ছে।”

কেন ছবিটি পরে ফিরিয়ে আনা হলো তা নিয়ে ইনস্টাগ্রাম কোনো ব্যাখ্যা দেয়নি। সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি পরে এমন পদক্ষেপ নিয়েছে বলেও বিশ্বাস তার।

ছবিটি মুছে ফেলা নিয়ে জর্ডান বলেন, লুসার সঙ্গে তার সাত বছরের সম্পর্ক “সম্প্রদায়ের নীতিমালায় নিচু করে দেওয়া হয়েছে”।

ক্ষুদ্ধ ব্যবহারকারীদের কাছ থেকে “এক সপ্তাহে পাওয়া লাখ লাখ অভিযোগের” মধ্যে এই ছবিটি একটি বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। এটি সরানো উচিৎ হয়নি বলেও মন্তব্য প্রতিষ্ঠানটির।

সর্বশেষ আপডেট: ৩ জুলাই ২০১৮, ২১:১৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন