কলেজ জীবনে মাদক নিয়েছিলাম : রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয়ের জন্য বরাবরই দর্শক সমালোচকদের প্রশংসা পেয়ে থাকেন। তার শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত সাঞ্জু সিনেমা দিয়ে বাজিমাত করেছেন এ অভিনেতা।

সাঞ্জু সিনেমার গল্প নির্মিত হয়েছে অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে। এর মধ্যে এ অভিনেতার মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেতা। এ সময় তিনি জানান, যুবক বয়সে তিনিও মাদকসেবন করেছেন। তবে তা শুধুই পরখ করার জন্য।

রণবীর কাপুর বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম তখন মাদক সেবন করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমি বুঝতে পারি, যদি আমি এটি চালিয়ে যাই তাহলে জীবনে কিছুই হবে না। পাঁচ মিনিটের আনন্দ আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে।’

তবে যুবক বয়সে মাদক থেকে দূরে চলে আসলেও এখনো তার দুটো জিনিসে আসক্তি রয়েছে গেছে। এ অভিনেতা বলেন, ‘প্রত্যেক মানুষই তার জীবনে কোনো না কোনো ভুল করে। আমি নিকোটিনে আসক্ত যা মাদক থেকেও জঘন্য। আমি মিষ্টির প্রতিও আসক্ত।’

সাঞ্জু সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।

সর্বশেষ আপডেট: ৩ জুলাই ২০১৮, ২১:০৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন