একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে, হাজার কোটি টাকার প্রজেক্ট রান করাতে চায় একটি বহুজাতিক বিদেশি কোম্পানী। প্রস্তাবটি আসে স্থানীয় এক ডন-এর কাছে। এদিকে তার প্রেমিকা তাকে না জানিয়েই এ্যাডভান্স নিয়ে নেয় কাজটি করার জন্য।কিন্তু ডন সাফ জানিয়ে দেন, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়’।
প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা।প্রেমিকা কি পারবে? কী হচ্ছে এই গল্পের শেষ পরিনতি? কিংবা, কী চমক থাকছে এই গল্পে? জানা যাবে আগামী ৫ জুলাই। ওই দিন প্রকাশ পাবে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘আগুন পানি’।অ্যাকশনধর্মী এই গল্পে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন লাক্সতারকা মৌসুমী হামিদ।‘আগুন আর পানি’ এই দুটি বস্তুর বৈশিষ্ট্য আলাদা আলাদা। পানি নিভিয়ে দেয় আগুনকে। তবে যুবরাজের এই নতুন গানে কে আগুন আর কে পানি?
তার জট খুলতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।আসিফ আকবর বলেন, ‘গান এবং ভিডিও দুটোর কাজই সুন্দর হয়েছে। মৌসুমী হামিদ এবং আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম।
ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। স্বভাবতই, শুটিং এর প্রয়োজনে পিস্তল ব্যবহৃত হয়েছে। মজার বিষয় হলো ভিডিওতে আমি যে পিস্তলটি ব্যবহার করেছি তা বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণ জয়ী শুটার আসিফ হোসেন খানের। আসিফকে বিশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।
মৌসুমী হামিদ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লাগছে প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে আমাকে এবং আসিফ ভাইকে। গানটির অডিওটা সুন্দর, ভিডিওতে সিনেমাটিক ফিল পাবে দর্শক।
পাঠকের মন্তব্য