ব্রাজিল ম্যাচের আগেই মেক্সিকো অধিনায়ক আদ্রেয়াস গুয়ার্দ্রাদো ‘নেইমার পড়ে যেতে পছন্দ করে’ বলে রেফারিদের সতর্ক থাকার অনুরোধ করেছিলেন। ব্রাজিলের কাছে হারের পর এবার নেইমারের ‘অভিনয়’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও।সামারা অ্যারেনায় সোমবার রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে মেক্সিকো। দলকে এগিয়ে নেওয়া নেইমার পরে রর্বেত ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন। গোল করে ও করিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ড।
ম্যাচ জুড়ে বারবার ফাউলের শিকার হওয়া নেইমারকে রেফারির সহানুভূতি পেতে কিছুটা অভিনয় করতেও দেখা যায়। হারের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে ক্ষোভ জানান ওসোরিও।
“দুর্ভাগ্যজনকভাবে এটা ফুটবলের জন্য লজ্জার। একজন খেলোয়াড়ের কারণে আমরা অনেক সময় নষ্ট করেছিলাম।”
“যেসব মানুষ, শিশুরা খেলাটি দেখেছে বিষয়টি তাদের জন্য লজ্জার। সেখানে অভিনয় হওয়া উচিত হয়নি। আমি মনে করি, এটা আমাদের গতি এবং খেলার কৌশলের ওপর প্রভাব ফেলেছিল।”
পাঠকের মন্তব্য