শাওমির নতুন ফোনে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা!

চীনা প্রতিষ্ঠান শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনের তথ্য ফাঁস হয়েছে। বলা হচ্ছে, নতুন এই ফোন হবে শাওমি এমআই মিক্স ২ এর সাকসেসর ফোন এমআই মিক্স ৩।

ফাঁস হওয়া তথ্যে এই ফোনের সবচেয়ে বড় যে ফিচারের কথা বলা হয়েছে, তা হলো এর পপ আপ সেলফি ক্যামেরা। এ ছাড়া ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আইটিহোমের প্রতিবেদনে বলা হয়, এই স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে বেশি। এই ফোনে পাতলা বেজেল থাকবে এবং রিয়ার প্যানেলের ডুয়েল ক্যামেরা লম্বালম্বিভাবে থাকবে বলেও দাবি করা হচ্ছে।

এ ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ২২:৪৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন