হাত থেকে পড়লেও ভাঙবে না স্মার্টফোন

এখন থেকে আপনার প্রিয় স্মার্টফোনটি হাত থেকে পড়ে গেলেও আর ক্ষতিগ্রস্ত হবে না। জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিলিপ ফ্র্যানজেল এমন এক কেস তৈরি করেছেন, যেটি ব্যবহার করলে আপনার স্মার্টফোনটি মাটিতে পড়ে গেলেও বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না। ফ্র্যানজেল এই সংরক্ষিত কেসটির নাম দিয়েছেন এয়ারব্যাগ।

অ্যাকটিভ ড্যাম্পিং পদ্ধতি ব্যবহারের কারণে নির্দিষ্ট উচ্চতা থেকে ফোন মাটিতে পড়ে যাওয়ার সময় কেইসটির সেন্সর ফোনের পতন আঁচ করতে পারবে ও এর সঙ্গে লাগানো চারটি স্প্রিংয়ের ডাম্পিং প্যাড স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এতে মাটি ছোঁয়ার আগেই ফোনটি ডাম্পিং প্যাডগুলোর সাহায্যে দাঁড়িয়ে যাবে। যদিও এই প্রযুক্তিটি এখন পর্যন্ত একটি কনসেপ্ট হিসেবে রয়েছে।

ফিলিপ ফ্র্যানজেল জানান, ইতোমধ্যে এই কনসেপ্টটির একটি পেটেন্টেরের জন্য আবেদন করেছেন তিনি। যথেষ্ট পরিমাণে ফান্ড আসলে খুব শিগগিরই এই কেসটি বাজারে পাওয়া যাবে।

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ২২:৪৪
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন