খালেদার জামিন স্থগিতের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বিএনপির

উচ্চ আদালতে খালেদা জিয়ার আপিল আবেদন স্থগিতের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ ও অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকা মহানগর সহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। সোমবার (৯ জুলাই) ঢাকা মহানগর সহ সারাদেশে প্রতীকি অনশন কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

পরবর্তীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে জানান তিনি।

মির্জা ফখরুল অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তার সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান।

তিনি বলেন, চলমান কোটা আন্দোলনেকে বাধাগ্রস্ত করতে সরকারি বাহিনী দিয়ে হামলার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‍্যরিস্টার মওদুদ আহমদ, ব‍্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ২২:১৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন