নিরাপদ সড়ক চাই (নিসচা)’র তিন মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে নতুন সদস্য সংগ্রহ অভিযান-২০১৮ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই প্রত্যশায় কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভায় নিসচা সংগঠনকে আরো গতিশীল ও প্রাণবন্ত করার লক্ষ্যে সারাদেশে ১৫ হাজার নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সারা দেশের ন্যায় রবিবার বিকেলে রাণীনগর প্রেস ক্লাব চত্তরে সচেতনতা মূলক সামাজিক আন্দোলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রাণীনগর উপজেলা শাখা’র সভাপতি সাইদুজ্জামান সাগর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসচা’র রাণীনগর শাখা’র উপদেষ্টা অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদিকা ছনিয়া ইসলাম, শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাখ্খর হোসেন খান পথিক, প্রভাষক আবু হাসান মন্ডল, প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী বেদারুল ইসলাম, নিসচা’র সাবেক সভাপতি বখতিয়ার হোসেন ডায়মন্ড, সহ-সভাপতি আবুল বাশার (চঞ্চল), জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক পাভেল রহমান, সহ-সম্পাদক জাহিদ হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সাবেরুল ইসলাম, প্রচার সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ। নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিন নিসচা’র নির্ধারিত ফরম ফিলাপ, ভর্তি ফি ও আইডি ফি প্রদান স্বাপেক্ষে মোট ২৭ জন নতুন সদস্য রাণীনগর শাখায় অন্তর্ভূক্ত হয়।
পাঠকের মন্তব্য