রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলন হলে তাতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তবে আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
সোমবার সকালে এ কথা জানিয়ে গোলাম কিবরিয়া আরো বলেন, আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাতে কোনো বাধা দেওয়া হবে না। তবে আন্দোলনের নামে সরকার পতন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গতকাল রোববার কোটা আন্দোলনকারীরা মানববন্ধন করতে গেলে সেখানে দু’দফা হামলা চালিয়েছিলো রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। সে হামলায় ১০-১২ জন কোটা আন্দোরনকারী আহত হয়েছে বলে অভিযোগ কোটা আন্দোলনকারীদের।