সৃজনশীল কাজে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে হবে

‘স্কুলে লেখা-পড়ার পাশাপাশি সৃজনশীল কাজে, শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে হবে, স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের প্রতিভা উন্মোচন শুরু হয় ।শিক্ষকদের উচিৎ পাঠ্যবই শিক্ষা দেয়ার সাথে শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সৃজনশীল জগতে নিয়ে আসা ।’

বৃহস্পতিবার (২৮জুন) বেলা ১১টায়, ঘিওর মডার্ণ পাবলিক স্কুলে ‘বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশ’ এর আয়োজনে, আবৃত্তি, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিয়োগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন উপস্থিত বক্তারা ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মশিউর রহমান, ঘিওর মাডার্ণ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ফাতেমা তুজ জোহরা, সাহিত্য পত্রিকা ‘বিচ্ছুরণ’ এর সম্পাদক এম.আর.লিটন ।

এ সময় কবিতা আবৃত্তি করেন, ‘বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশ’ এর প্রতিষ্ঠাতা সদস্য- রুমা আক্তার, রিক্তা ঋতু, ফিহা, রুহুল আমিন, মিথুন দাস, ঘিওর মডার্ণ পাবলিক স্কুলের শিক্ষক আশিকুর রহমান খান ফরিদ প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ও ‘বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশ’ এর সদস্য পংকজ পাল ।
উক্ত আবৃত্তি, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিয়োগীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৬ষ্ট শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত । প্রতি ক্লাসে ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

সর্বশেষ আপডেট: ২৯ জুন ২০১৮, ০২:০৭
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন