সাভার অ আ ক খ স্কুলে ঈদ বস্ত্র বিতরণ এবং ইফতার মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অ আ ক খ স্কুল ক্যাম্পাসে হাসনাহেনা মৌ এর সঞ্চালনায় স্কুল পরিচালক শরিফুল আলম সুমঅনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়।
সভাপতিত্ব করেন ডা. কাজী আয়শা সিদ্দীকা বর্ণা।
প্রধান অতিথি ছিলেন শহীদ কন্যা নুজহাত চৌধুরী।
নুজহাত চৌধুরী বলেন-আমাদের পুর্ব পুরুষ গণ রক্ত দিয়ে গেছেন।তাদের দেয়া রক্তে দেশ স্বাধীন হয়েছে।সেই রক্তের মান রাখতে হলে তোমাদের শিক্ষিত হতে হবে।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে লেখাপড়ার বিকল্প নেই।
অন্যান্য অতিথি ছিলেন ডা. জাহিদ রহমান,ডা. জহিরুল ইসলাম,ডা. প্রিয়াংকা মাহমুদ রথি।
স্কুলের ৬০ জন ছাত্রছাত্রীকে ঈদের পোশাক দেয়া হয়। পরে ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকরা মিলে ইফতার করেন।
পাঠকের মন্তব্য