কল্যাণপুরে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

কল্যাণপুরে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা
কল্যাণপুরে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ এই ধ্বনি নিয়ে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ও প্লাস্টিক দূষণ বন্ধ অভিযান। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের সহযোগিতায় নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে ওই এলাকার প্লাস্টিক বর্জ্য বস্তায় সংগ্রহ করে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়।

পরে এক আলোচনা সভা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কমিশনার দেওয়ান আব্দুল মান্নান,একশন এইডের ম্যানেজার(এলআরপি) আজাদুল ইসলাম, প্রোজেক্ট ম্যানেজার(এলআরপি-৪৯)আঞ্জুমানারা, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হামিদ। স্থানীয় ওয়ার্ড কমিশনার দেওয়ান আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন,‘বিশ্ব পরিবেশ দিবসে বর্জ্য অপসারণ করা। এটি মাত্র একটি প্রতীকি কাজ। আমাদের সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেললে পরিবেশ সুন্দর থাকবে। আমাদের পরিবেশকে আমরাই সুন্দর রাখতে পারি। এজন্য সবাইকে সচেতন থেকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ আপডেট: ৫ জুন ২০১৮, ২১:১৩
আমিনুর রহমান হৃদয়
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন