বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই লাক্স সুপারস্টারে এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আকাশ ছোঁয়ার স্বপ্নে সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী মিম মানতাশা। সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা সুন্দরীর বিজয়মুকুট ছিনিয়ে নিয়েছেন মানতাশা। শুধু সৌন্দর্যই নয়, মেধা ও যোগ্যতার মাপকাঠিতেও সবাইকে পিছনে ফেলে মানতাশা প্রমাণ করে দিলেন যে তিনিই সেরা। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে সারওয়াত আজাদ বৃষ্টি ও সামিয়া অথৈ।
এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন গায়ক তাহসান খান, নায়ক আরিফিন শুভ ও সাদিয়া ইসলাম মৌ। তাদের সঙ্গে চূড়ান্ত রাউন্ডে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংসস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেতা আলী যাকের ও অভিনেত্রী ঈশিতা।