টিম লিডার রাখিল খন্দকারের বিদায়, স্টামফোর্ড ইয়েসে নতুন নেতৃত্ব

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর স্টামফোর্ড ইয়েসের (ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট) টিম লিডার রাখিল খন্দকার বিদায় নিয়েছেন, আড়াই বছর পর ক্লাবটিতে এসেছে নতুন নেতৃত্ব। সোমবার রাজধানী ধানমন্ডির টিআইবি’র সভাকক্ষে এক মাসিক সভায় স্টামফোর্ড ইয়েস’র তানভির রেজাকে টিম লিডার ও ডেপুটি টিম লিডার হিসেবে মাকসুদা লিপি, সাব্বির সর্দার, মল্লিকা কে নির্বাচিত করা হয়েছে। এ সময় প্রিয় টিম লিডারকে কেক কেটে বিদায় জানান ইয়েস সদস্যরা এবং প্রদান করেন শুভেচ্ছা স্মারক।

বিদায়ী টিম লিডার রাখিল খন্দকার নিশান তার বক্তব্যে বলেন, ‘আমরা যখন স্টামফোর্ড ইয়েসে যুক্ত হয়েছি, তখন ক্লাবটির তেমন কার্যক্রম ছিল না। মাত্র ১০-১১ জন সদস্য ছিল। নিয়মিত মাসিক মিটিংও হতো না। আমরা দ্বায়িত্ব নেওয়ার পর ক্লাবটিতে বড় পরিবর্তন এসেছে। জাতীয় পর্যায়ে সফলতার সাথে অনেক বড় বড় প্রোগ্রামের আয়োজন
করেছি। বর্তমানে স্টামফোর্ড ইয়েসের সদস্য সংখ্যা ৭০ জন। যারা নতুন দ্বায়িত্ব পেয়েছে, তারা যেন ভালোবাসার সংগঠন স্টামফোর্ড ইয়েসকে সামনে এগিয়ে নেয় এই প্রত্যাশা করি।’

টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদিক বলেন, ‘সারা বাংলাদেশে টিআইবির ৬০টি ইয়েস গ্রুপ আছে। এর মধ্যে স্টামফোর্ড ইয়েস গ্রুপ হচ্ছে সবচেয়ে বড়। এটা রাখিলদের প্রচেষ্ঠায় সম্ভব হয়েছে। স্টামফোর্ড ইয়েসকে সেরা ইয়েস গ্রুপ করায় রাখিলকে ধন্যবাদ। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে ইয়েসকে এগিয়ে নিতে অনেক গুলো রাখিল দরকার।’

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার, ডাব্লিউ বিবি ট্রাস্টের অনিমা ভাবি, বিদায় ডেপুটি টিম লিডার শতাব্দী পাল ও শাকিল। এছাড়াও সভায় স্টামফোর্ড ইয়েস’র অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ৮ মে ২০১৮, ২২:৪৭
আমিনুর রহমান হৃদয়
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন