আসন্ন ফিউচার সিটি সামিট ( হংকং & চায়না) আর গ্লোবাল ওন্টারপ্রিনিয়রশীপ বুটক্যাম্পের (ইন্দোনেশিয়া) ইনফরমেশন সেশনে আজ রবিবার রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হাজির হয়েছিলো কনফারেন্স দুটির বাংলাদেশী অফিশিয়াল পার্টনার লিডসাস লিমিটেড।
আয়োজনে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটরোয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আরিফুর রহমান। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন লিডসাস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিক আল সরকার, ফিউচার সিটি সামিট ও জিওবি এর কান্ট্রি ডিরেক্টর শাদমান সাদাব, জিওবির প্ল্যানিং এ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর তাফহীমুর রহমান।
এসময় এফসিসি আর জিওবি তে কিভাবে আবেদন করতে হবে, দুটি বৈশ্বিক কনফারেন্সে যাওয়ার পদ্ধতি, সেখানের সম্ভাব্য শিডিউল, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের নিয়মকানুন জানায় আয়োজক প্রতিষ্টান লিডসাস লিমিটেড। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে, দেশের বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ে যায় টিম লিডসাস।
প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর আরিফুর রহমান বলেন, ” বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ এধরনের আয়োজন। উদ্যোক্তা কিংবা নতুন কিছু যাদের জানার আগ্রহ তাদের
এধরনের সুযোগ কাজে লাগানো উচিত।”
আয়োজক প্রতিষ্ঠান লিডসাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, ” স্টামফোর্ড ইউনিভার্সিটি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। দেশজুড়ে ইনফরমেশন সেশনের ধারাবাহিকতায় আমরা স্টামফোর্ডে এসে বেশ সাড়া পেলাম, আপনাদের অসংখ ধন্যবাদ।ভবিষৎয়ে চাকুরী, ইন্টার্নশীপ সহ বিভিন্ন ধরনের বিষয়ে লিডসাস আপনাদের পাশে থাকবে।”
পাঠকের মন্তব্য