লক্ষ্মীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ, লেখক, সাংবাদিক, নাট্যকার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর মো. মাইন পাঠান জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙা’র পর্দায় রাঙা সকালের লাইভ অনুষ্ঠানে আসছেন। অনুষ্ঠান চলবে আগামিকাল বৃহস্পতিবার (৩মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত।
টেলিভিশন সূত্র থেকে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে প্রতিদিনের আয়োজনের অংশ হিসেবে লক্ষ্মীপুর থেকে তিনি ডাক পেয়েছেন।
প্রসঙ্গত, তিনি গত বছর লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। কলেজে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ আনোয়নে তার ভূমিকা প্রশংসনীয়। তিনি সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পাঠকের মন্তব্য