প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষনে কোটা আন্দোলনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষনে কোটা আন্দোলনের সিদ্ধান্ত ।
প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষনে কোটা আন্দোলনের সিদ্ধান্ত ।

প্রধানমন্ত্রী বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল জানিয়ে দিবে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। দেশের সকল সরকারী চাকরি থেকে সকল কোটা তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বিকেলে জাতীয় সংসদের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তবে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত মেনে নেয়নি আন্দোলনকারীরা। তাই তারা পরবর্তী পদক্ষেপ কি নিবেন তা ঘোষণা না দিয়ে সন্ধ্যা ৬:৩০ টায় আন্দোলন সমাপ্তি ঘোষণা দেয়। রাতে কেন্দ্রীয় কমিটি প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আগামীকাল সকাল ১০ টায় আবার সবাইকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা কোটা বাতিল চাননা, তারা চান যৌক্তিক সংস্কার। তারা চান ৫৬% কোটাকে ১০% এ নিয়ে আসা সহ তাদের ৫ দফা দাবি যাতে সরকার মেনে নেয়। এর মধ্যে কোন দফা বাদ গেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এমন ঘোষণাও উঠে এসেছে বক্তব্যে।

ঠিক কখন থেকে কি পরিমাণে কোটা কার্যকর করা হবে এর স্পষ্ট ব্যাখ্যা চেয়ে বক্তারা বলেন কোন প্রকার ঝাপসা ও অস্পষ্ট ঘোষণা তারা গ্রহণ করবেননা।

উল্লেখ্য, গত ২ মাস ধরে চলে আসা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত থাকলেও আজ বিকেলে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এই আন্দোলনের সাথে ছাত্রলীগের একাত্বতা ঘোষণা করেছেন।

সর্বশেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮, ২৩:০১
ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন