রাবির ‘কলা অনুষদ ডিন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১২ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদে প্রথমবার চালু হওয়া ‘কলা অনুষদ ডিন্স অ্যাওয়ার্ড-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন অনুষদভুক্ত বিভাগগুলোর ১২ শিক্ষার্থী।

আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে ২০১৬ সালের বি.এ/বি.পি.এ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বুধবার দুপুর  ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক এফ.এম.এ.এ.এইচ.তাকী।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং তাদের মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রথমবারের মত কলা অনুষদে এ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

এ বছর ১২টি বিভাগের সর্বোচ্চ নম্বারপ্রাপ্ত  ১২জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন: দর্শন বিভাগের সীমা খাতুন, ইতিহাস বিভাগের সৈয়দ নঈমুর রহমান সোহেল, ইংরেজী বিভাগের ইরতিফা হাসান, বাংলা বিভাগের মঞ্জু রাণী  দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতী  কাওনাইন কেয়া, আরবী বিভাগের আবুল ফুতুহ, ইসলামিক স্টাডিস বিভাগের আশরাফুল ইসলাম, সঙ্গীত বিভাগের জয়শ্রী পাল, নাট্যকলা বিভাগের জিনত্ আরা গুলশানা মার্জিয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের কবিতা আক্তার, সংস্কৃত বিভাগের নাজরীনা আক্তার এবং উর্দু বিভাগের নূর মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মু. ময়েজুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক পি.এম শফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আজিজুল হক, ভাষা বিভাগের অধ্যাপক বিপুল কুমার দাস, আরবী বিভাগের অধ্যাপক আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক মোহম্মদ রফিকুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আতাউল্লাহ প্রমূখ।

সর্বশেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮, ২২:৫৫
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন