কোটা সংস্কার দাবি: জাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে প্রক্টরসহ আহত অর্ধশতাধিক

  • ঢাকা
  • ৯ এপ্রিল ২০১৮, ২০:৫৩
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ১২৩৬ বার পঠিত
  • মন্তব্য
পুলিশি হামলায় আহত জাবির এক শিক্ষার্থীকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশি হামলায় আহত জাবির এক শিক্ষার্থীকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে হামলা চালিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে  পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রায় ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় ২ ঘণ্টার সংঘর্ষ শেষে  বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। এ সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের হেঁটে চলাচল করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরণের  স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলেও অবরোধ প্রত্যাহার করতে রাজি হয়নি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের উপর কাঁদনি গ্যাস ও টিয়াসেল ছুঁড়ে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫০ জনের অধিক শিক্ষার্থী আহত হন। সবাইকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।  সংবাদ লেখা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ক্যাম্পাস সীমানায় কয়েকশ পুলিশকে জলকামানসহ অবস্থান করতে দেখা গেছে। ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেও শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে পারি নাই। পরে পুলিশ তাদের সরাতে কাঁদনি গ্যাস ছোঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।’ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়বাদী শিক্ষক ফোরাম।

এদিকে বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, তোমরা শান্ত হও, আমরা তোমাদের সঙ্গে আছি।

প্রসঙ্গগত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড় অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট: ৯ এপ্রিল ২০১৮, ২০:৫৩
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন