সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন ।
মানববন্ধনে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার কথা বলেন, ‘ধর্ষণ আজ একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সারাদেশে অসংখ্য ধর্ষণ হচ্ছে। কিন্তু আমরা কখনো কোনো ঘটনার স্ষ্ঠুু বিচার পাইনি। আর যে দুয়েকটা ঘটনার বিচার হয় সেটা বড় বড় ঘটনাগুলোকে আড়াল করতে। আজ ক্ষমতাসীনরা ধর্ষণে লিপ্ত হচ্ছে অতিরিক্ত হারে। অথচ তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। তাই বলতে ইচ্ছা করে এ রাষ্ট্র তুমি ধর্ষকের নাকি ধর্ষিতার?’
এ সময় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ বলেন, ‘ধর্ষকরা কখনো সুস্থ নয়। দিনে দিনে এই অসুস্থদের সংখ্যা বেড়েই চলেছে। সমাজে ক্রমবর্ধমান ধর্ষকদের কারও একার পক্ষে রুখে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই ধর্ষকদের রুখে দেওয়ার উত্তম উপায়।’
ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সবুজ, নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল বাকের এপোলো প্রমুখ।