হাতিয়া দ্বীপের সকল নৌ-রুটে নতুন জাহাজের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

হাতিয়া দ্বীপের সকল নৌ-রুটে নতুন জাহাজের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন।
হাতিয়া দ্বীপের সকল নৌ-রুটে নতুন জাহাজের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন।

হাতিয়া দ্বীপের সকল নৌ-রুটে নতুন জাহাজের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্রগ্রামস্থ হাতিয়া বাসী। শুক্রবার (৬ এপ্রিল) বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হাতিয়ার চট্টগ্রামস্থ হাতিয়াবাসী ও তিলোত্তমা হাতিয়া’র উদ্যোগে হাতিয়ার সকল নৌ রুটে নিরাপদ যাতায়াত নিশ্চিতকল্পে নতুন জাহাজ বরাদ্দের দাবিতে মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাতিয়ার চট্টগ্রামস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম টু হাতিয়া নৌ রুটে নতুন যাত্রীবাহী জাহাজ চালু, পুরাতন জাহাজ মেরামত, মেয়াদ উত্তীর্ণ জাহাজের যাত্রী নিয়ে চলাচল বাতিল ও যাত্রী সেবার মান উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের নিকট কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আজরুল সাফদারের সভাপতিত্বে ও সাইফুল্লাহ মুনির এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতিয়া জনকল্যাণ সমিতির উপদেষ্টা মহিউদ্দিন এফসিএমএ, সাধারণ সম্পাদক খলিল উল্লাহ সাকিব, জাকের হোসাইন, সাব্বির আহমেদ, আকতার হোসেন, মাকসুদুর রহমান, চট্টগ্রাম ভেটোরিনারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, জিয়াউর রহমান, জুয়েল রানা, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম রুবেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম টু হাতিয়া নৌ রুটে যাত্রীবাহী যে জাহাজগুলো রয়েছে সেগুলো অনেক পুরাতন, জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ। উক্ত জাহাজগুলোর অধিকাংশ বসার চেয়ার, লাইট, ফ্যান ভাঙ্গা, পয়:নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা। যার ফলে যাত্রীদের যাত্রাপথে ভোগান্তির অন্ত:নেই। যথাযথ আলো বাতাস ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে যাত্রাপথে যাত্রীদের মাথাব্যথা, প্রেসার, পরিপাকতন্ত্রের প্রদাহ, এ্যাজমাসহ যাবতীয় সমস্যায় ভুগতে হয়। এছাড়াও হাতিয়ার ঘাটে স্থায়ী কোনো জেটি/ পল্টুন না থাকায় যাত্রীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিঁড়ি দিয়ে উঠা-নামা করতে হয়। এরই প্রেক্ষিতে হাতিয়াবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে উক্ত রুটে নতুন জাহাজ বরাদ্দ, পুরাতন জাহান মেরামত ও মেয়াদোত্তীর্ণ জাহাজ বাতিল ও হাতিয়া ঘাটে স্থায়ী জেটি / পল্টুন নির্মাণের জোর দাবি জানান।

সর্বশেষ আপডেট: ৬ এপ্রিল ২০১৮, ২২:০১
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন