পরিচ্ছন্নতা রক্ষায় ঢাবির জিয়া হলে ৫০ টি বিন উদ্বোধন

পরিচ্ছন্নতা রক্ষায় ঢাবির জিয়া হলে ৫০ টি বিন উদ্বোধন।
পরিচ্ছন্নতা রক্ষায় ঢাবির জিয়া হলে ৫০ টি বিন উদ্বোধন।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ডাস্টবিন সরবরাহ করেছে হল কর্তৃপক্ষ। আজ দুপুর ১২ টায় হলের মুক্তমঞ্চে প্রাধ্যক্ষ ডঃ জিয়া রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্ট্যন্ডিং কমিটির মিটিংএ উপাচার্যের নেয়া পদক্ষেপের ধারাবাহিকতায় হলের উদ্যোগে এ কার্যক্রম গ্রহন করা হয়েছে।

“যেখানে সেখানে আবর্জনা না ফেলে শিক্ষার্থীরা ডাস্টবিনগুলোর সঠিক ব্যবহার করলে তা হলের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। বিন ব্যবহারে শিক্ষার্থীরা উদাসীন না হলে এবং নিয়োজিত কর্মচারীরা নিয়মিত পরিষ্কার করলে প্রতি ফ্লোরে ৪ টি করে মোট ৫০ টি বিন হলের পরিবেশকে নতুন রুপ দেবে। এ পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি করবে যা ভবিষ্যৎ জীবন গঠনে সাহায্য করবে”- এমন প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যাপক ডঃ জিয়া রহমান।

সচেতনতা মুলক এ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আবাসিক শিক্ষকদের মধ্যে- ডঃ এ টি এম সামছুজ্জহা, মাহমুদুর রহমান, সাইফুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান সহ ডিবেটিং ক্লাব, বাঁধন ও হল সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আবাসিক শিক্ষক সামছুজ্জহা বলেন, আমরা এখন থেকে যেখানে সেখানে আর কোন আবর্জনা দেখতে চাইনা। এ ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের সহযোগিতামূলক ভূমিকা আশা করেন।

এমন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান। কর্তৃপক্ষের এই উদ্যোগকে সম্মান জানিয়ে সবাইকে ডাস্টবিনগুলোর সঠিক ব্যবহার করতে আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে গেস্টরুমেও এ নিয়ে কথা বলবেন বলে মত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে সকল হলে পর্যায়ক্রমে এই পদক্ষেপ গ্রহন করা হবে। ক্যম্পাসে-হলে একটি নির্মল ও পরিবেশ বান্ধব অবস্থা বিরাজ করবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

সর্বশেষ আপডেট: ৬ এপ্রিল ২০১৮, ২৩:১৬
ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন