স্টামফোর্ড সাহিত্য ফোরামের দেয়ালিকা উৎসব

স্টামফোর্ড সাহিত্য ফোরামের দেয়ালিকা  উৎসব।
স্টামফোর্ড সাহিত্য ফোরামের দেয়ালিকা উৎসব।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং স্বনামধন্য সংগঠন ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম’। যে ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশাত্ববোধক এবং সাহিত্য সম্পর্কিত বিভিন্ন কাজ গুরুত্ব সহকারে করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৩১শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ করেছে ফোরামটি । বাংলাদেশের মানচিত্র এবং পতাকা সহ স্মৃতিসৌধের কারুকাজ খচিত যেই দেয়ালিকার বুকে শোভা পেয়েছে ফোরামের বিভিন্ন সদস্য সহ অনেক শিক্ষক-শিক্ষিকা এবং সাধারন শিক্ষার্থীদের কিছু বাছাই করা ভালবাসা পূর্ন দেশাত্ববোধক লেখা।

গতকাল বিশ্ববিদ্যালয়ের স্বিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বটতলায় দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মাদ আব্দুল মতিন,স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আকতার, ফোরামটির উপদেষ্টা কবি সাকিরা পারভিন এবং জনপ্রিয় আবৃত্তিকার ভাস্মর ব্যানার্জী ,ফোরামের কনভেনর মোঃ মোকাররম হোসাইন চৌধুরী। এছাড়া ফোরামের নতুন পুরাতন সদস্য সহ অনেক শিক্ষক শিক্ষিকা এবং সাধারন শিক্ষার্থী বৃন্দ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাহিত্য ফোরামের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে সাহিত্যের চর্চা অপরিহার্য হয়ে দাড়িয়েছে, সেখানে সাহিত্য ফোরামের এমন উদ্যোগ সত্যি অনেক প্রশংসার দাবিদার। আমরা অতীত এবং বর্তমানের মত , ভবিষ্যতেও সাহিত্য ফোরামের সকল ভাল কাজের পাশে থাকব। আমরা বিশ্বাস করি , সাহিত্য ফোরাম একদিন দেশ ও দেশের সংস্কৃতিতে অনেক অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে , যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই দেয়ালিকা উৎসব তাদেরকে ধন্যবাদ জানান ফোরামের কনভেনর মোঃ মোকাররম হোসাইন চৌধুরী।

সর্বশেষ আপডেট: ১ এপ্রিল ২০১৮, ২২:২৫
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন