বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক নবীনবরণ প্রদান আনুষ্ঠানে অতিথিদের সঙ্গে জবি সংসদের নবীন সদস্যরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক নবীনবরণ প্রদান আনুষ্ঠানে অতিথিদের সঙ্গে জবি সংসদের নবীন সদস্যরা।

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি) কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে নবীনদের বরণ করে নেয় বিজেএসসি।এ নবীন বরণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিজেএসসি’র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, সত্য প্রমাণের কারণে একাত্তরের মতো এখনো সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই ধরণের একটি ঝুঁকিপূর্ণ পেশায় যারা আসতে চাও বা যারা সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছো তোমাদেরকে অভিনন্দন। এসময় তিনি বলেন, সত্যের পথে থেকে সাংবাদিকতা করতে হবে।তিনি আরোও বলেন, প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেমন কোন পার্থক্য নেই । সবার কোর্স কারিকুলাম প্রায় একই রকম। এটাই তোমাদের মধ্যে ঐক্যের কারণ। এসময় তিনি বিজেএসসি’র নবীন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মো. শহিদ খান। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান। বিশেষ আলোচক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. শাহ মো. নিসতার জাহান কবির।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন। এছাড়াও অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিজেএসসি বিভিন্ন শাখা সংসদের নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে বিজেএসসি নবীন সদস্যরাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে ২০১৫ সালের ১৩ই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ঢাকা , জাহাঙ্গীরনগর , জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, বেগম রোকেয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, স্ট্যামফোর্ড, ড্যাফোডিল, স্টেট , ইউল্যাব ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ মোট ১৫ টি বিশ্ববিদ্যালয় বিজেএসসি’র সঙ্গে যুক্ত রয়েছে।

বর্তমান কেন্দ্রীয় নির্বাহী সংসদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিজেএসসি বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একটি বৃহত্তম জাতীয় সংগঠনে রূপলাভ করেছে।

সর্বশেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮, ২২:৫৪
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন