নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বার্তা সংস্থাটি নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে নিহতের সংখ্যা অন্তত ৫০ বলে উল্লেখ করেছিল। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে।
রয়টার্স বলছে, উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি ছিলেন। এ ছাড়া মালদ্বীপ ও চীনের একজন করে নাগরিক ছিলেন।
আজ সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যায় বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজটি।
নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজে তদারকি করছে। ভিডিওতে দেখুন উদ্ধার তৎপরতা।
পাঠকের মন্তব্য