এমপিএ থিসিস ফলাফলকে কেন্দ্র করে জাবিতে তোলপাড়

  • খসড়া
  • ১২ মার্চ ২০১৮, ১৮:৩৭
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ১৫৭৫ বার পঠিত
  • মন্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৪১ ব্যাচের এমপিএ থিসিস ফলাফলকে কেন্দ্র করে ওই বিভাগের ৩য় বর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার লোক প্রশাসন বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে থিসিস ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ব্যবহার করে বিভাগের গুটি কয়েক শিক্ষক ব্যক্তি স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।  বিভাগটিতে চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লি­ষ্ট পরীক্ষার কমিটির এক সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, ভিসি ও সংশ্লিষ্ট শিক্ষক বরাবর প্রেরিত এক বেনামী অভিযোগপত্রকে ভিত্তি করে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুল আমিনকে জড়িয়ে এক ছাত্রীকে অনৈতিক সুবিধা দেওয়ার সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। এরপর রোববার একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের বিরুদ্ধে ওই ছাত্রীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে ড. নুরুল আমিন ও ড. মুহাম্মদ ছায়েদুর রহমান একুশ শতককে বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমপিএ থিসিস ফলাফলে কাউকে অনৈতিক সুবিধা দেওয়া হয় নি।

এছাড়া এমপিএ থিসিস এ অংশ নেওয়া মোহাম্মদ নুরু উল্লাহ, মাহমুদুল হাছান, আয়শা সিদ্দিকা, রোকসানা আক্তার বৃষ্টি, শুভ কুমার সাহা, এ এইচ এম আশিকুজ্জামানের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বরাবর এ বিষয়ে অভিযোগপত্র দেননি। লোক প্রশাসন বিভাগের ৪১ ব্যাচের মোট ৭ জন শিক্ষার্থী এমপিএ থিসিস করার সুযোগ পান। এর মধ্যে আতিফা কাফি সিজিপিএ ৩.৯৭ পেয়ে স্নাতকোত্তরে প্রথম হন।

অনুসন্ধানে জানা গেছে, কয়েকদিন ধরে একটি বেনামী অভিযোগপত্রকে কেন্দ্র করে ড. নুরুল আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। রোববার একই বিভাগের শিক্ষক ড. ছায়েদুর রহমানকে অভিযুক্ত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই অভিযোগপত্রেরও কোনো সত্যতা পাওয়া যায়নি।

লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুল আমিন এবং সহযোগী অধ্যাপক  ড. ছায়েদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্রের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম  একুশ শতককে বলেন, আমি এখন পর্যন্ত লোক প্রশাসন বিভাগের কোনো শিক্ষার্থীর থেকে অভিযোগপত্র পাইনি।

সর্বশেষ আপডেট: ১২ মার্চ ২০১৮, ১৮:৩৭
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন